জীবন সত্য
- প্রবীর রায়
ক্ষণিকের সাথী নর করে পাপ-পুণ্য
প্রার্থনা রত সদা প্রাণ পেয়ে ধন্য
পাখি ভয়ে ডরে সব চাই বাঁচার আশীষ
সুখে রেখো ভালো রেখো প্রেম মনে ভাসিস
ভুলে যায় মানুষ যে জন্মিলে- মরিবে
আজ আমি কাল তুমি কেহ নাহি রহিবে
ধনবান অসহায় উঁচুতলা বা নিচু
শহর বআআ গ্রাম হোক যম নেয় যে পিছু
কর্মের পাপ ধুতে গঙ্গাতে স্নান
বিশুদ্ধ কায়াতনু হরিনামে শ্মশান
সেইখানে নেই দুখ উল্লাস আত্মার
ধ্বনিসুরে শিহরণ নাচে আগ চিতার
আগুনের দাবদাহে পরিশেষ এদেহ
নৃত্যেতে মাতোয়ারা লালশিখা স্নেহ
সুগন্ধি রজনীর ভয়ানক দৃষ্য
কালোধোঁয়া গানহীন দিশাহীন স্পৃশ্য
' অস্থির 'মোহটানে ঢাকবাজে গয়াই
দেহ ছেড়ে স্মৃতি রাখে " বন্ধন কোথায় "।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।