মা
- প্রবীর রায়

মা, শুধু কি শব্দ
নাকি অন্তরটান
ব্যথার সাথে ঘর বেঁধে
প্রসব, সর্বস্ব বিসর্জন
কেউ ইচ্ছে থাকলেও মা হতে পারেনা
আবার,দশ বছরের শিশু মা হয়ে যায়
কীট স্পর্শে গোপনে-অজান্তে
কেউবা বিয়ের পূর্বেই অন্তঃসত্তা প্রেমের ছলে
সন্মান বাঁচাতে ভ্রূণ হত্যা
ডাস্টবিনে-জলাশয়ে-সড়কে কিংবা অনাথাশ্রমে তাদের ঠাঁই
পরিচয়হীন জীবন,পদেপদ্দ একটা ভয় পিছু নেয়
কারোর বা ভাগ্য সাথ দেয়
জন্ম দেয় কেউ আর পালন করে কেউ
কেউ হারাতে রাজি নয় অপেক্ষার ফলকে, কিন্তু
ভাগ্য, সময় চলদ বিপরীতে
শিশুকে সামনে দেখে মাতৃত্ব জাগে,বুক মধ্যে খিল লাগে
হারানোর কষ্টটা উভয়ের সমান
একটা ডাক শোনার জন্য মার মমতা ভাসছে আঁখি জলে
শিশুটিও মরছে তিলেতিলে মাকে পাবার আশায়
আজ পালিত মা আর জন্মদাত্রী মায়ের মধ্যে মিল খুঁজছি
কাকে মা বলে ডাকবো ভেবেভেবে মরছি
কিন্তু সভ্য সমাজ বলেছে নারী মা না হলেও
সে অপর সন্তানকে নিজের করতে পারবে
মাতৃত্ব মমতার তৃষ্ণা নিবারণে
এদিকে কোনো শিশু যেন ঘরছাডা না হয়
তবেই সমাজে সামঞ্জস্য বজায় রবে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৯-০৬-২০১৮ ২২:১৫ মিঃ

বর্তমান সমাজে মা আর শিশুর মধ্যে যে দূরত্ব তা তুলে ধরেছি এই কবিতাই
তোমরা পড়ে মন্তব্য জানিও প্লিজ