স্বচ্ছতা
- প্রবীর রায়

স্বচ্ছ ভারত নির্মল বাংলা হচ্ছে কি দেশ তাই ?
নোংরা পরে যত্রতত্র যেথায় নজর যাই
গ্রাম-শহরে রাস্তা ধারে শুদ্ধ গঙ্গাও দূষণ
তাহার দ্বারা দেহে প্রবেশ " লাশ পাই পদক ভূষণ "
দশ কিমি দূরে টয়লেট-বাথরুম এক ঘরে পাঁচ-ছয়
ফাঁকের মাঝে দেখা নাই আর তবে কোথায় যায় ?
সরকার নির্ভয় জানাই সদাই দূষণে পেয়েছি জয়
দেশ স্বচ্ছতায়-হৃদয় স্বচ্ছ আসল ব্যধি প্রাণ ভয়
মাঠে-জঙ্গলে ল্যাকটিন করতে হচ্ছে নারী ধর্ষণ
বৃদ্ধা-যুবতী-শিশু-বধির সকলেই হয় শোষণ
সরকার দিচ্ছে টয়লেট-বাথরুম তাতেও নেতার ভোগ
জ্যোতিষশাস্ত্রী হস্ত দেখে গুণ্ডার আছে রাজযোগ
গরিব ঘরের লাজ বাঁচাতে ঘর-ঘর শৌচা-গার
পাইনা দুখী নিজ অধিকার পাই যে নারীর হাড়
রিপোর্ট প্রস্তাব স্বচ্ছ দেশ আজ ঢেকেছি লাজ-মান
দেশ উন্নত মিথ্যে বাজে স্বচ্ছ ভারতের গান
মাস পেরোলে সরকারি দ্বার পা রাখার নেই জো
ব্লিচ পাওডারহীন অপরিষ্কার মশা-মাছির ভো-ভো
যারা পেয়েছে নেতার আশীষ করলো তাকে দোকান
প্রথা লজ্জার পূর্ব দিনের ভিটাতে নয় নেব জান !
সর্বপ্রথম ভাবনা বদলাও চেতনা আনো প্রাণে
স্বচ্ছ হবে তখনি দেশ স্বার্থকতা গানে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।