ভালোবাসা
- ফয়েজ উল্লাহ রবি
এক শক্তির নাম 'ভালোবাসা'
সব থেকে দেয় মুক্তি,
----- অন্ধ যতো মন্দ শতো
হারবেই; পায়না যুক্তি।
-- ডুবে অথৈই জল সাগরে
পায় খুঁজে পায় কিনার,
--- ভালোবাসার শক্তি বলে
গড়ে বিশাল মিনার ।
এক তাজমহল; শূন্য উদ্যান
সেই প্রেমেই নিশান,
ভাসবে আকাশ মেঘের ভেলায়
মেঘ করে কোণ ঈশান ।
----- তবু প্রেমের সুখে সাজে
ভুবন, নব্য সাজে,
------- চারিদিকে নানা সুরে
দেখো বাদ্য বাজে ।
শুক্রবার
১৫ আষাঢ় ১৪২৫, ২৯ জুন ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।