ছোঁ য়া !
- ফয়েজ উল্লাহ রবি

ইচ্ছে জাগে মনে শুধু
আকাশ ছোঁয়া,
মেঘের কাছে চিঠি লিখে
পেলার ধোঁয়া ।
মনে ছিলো কালি যতো
হয়নি তো ধোয়া,
দুঃখের কাছেই হারলো জীবন
গেলো সুখ খোয়া ।

শুক্রবার
১৫ আষাঢ় ১৪২৫, ২৯ জুন ২০১৮

অর্থ-
ছোঁয়া- স্পর্শ করা
ধোঁয়া- ধূম; কুয়াসা; ধূম্র; বাষ্প; বাষ্পশক্তি; বায়ু; গন্ধ; গ্যাস; কুয়াশা; ঘন কুয়াশা; ভাপ
ধোয়া- জল দিয়ে পরিষ্কার করা, কাচা, ধৌত, পরিষ্কৃত।
খোয়া- হারানো, নষ্ট, অপহৃত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।