ভালো-মন্দ-ধন্দ
- ফয়েজ উল্লাহ রবি

শুধু ছড়ে সুখের নায়ে
পাবে দুঃখের দেখা,
দুঃখ নদী জয় করলেই তো
বদলে জীবন রেখা ।
হাসির আড়াল কান্না আছে
কালোর পিছে আলো,
মন্দ যেথায় খারাপ ভাবো
"মন্দ নয় সব" ভালো ।
জলের বুকে পদ্ম দেখো
পদ্মতে নেই তো ঘ্রাণ,
গোলাপ যে সব দেখতে সুন্দর
পাখি সব গায় না গান ।

শুক্রবার
১৫ আষাঢ় ১৪২৫, ২৯ জুন ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।