দুঃখের ফানুশ!
- ফয়েজ উল্লাহ রবি
মনে দিলে ব্যথা তুমি
বুকেই পাঁজরে,
হারায় গেলো সুখের বালিশ
বলো কোন ঝড়ে ।
তুমি-আমি একই সাথে
থাকবো জনম ভর,
কথা দিয়ে ভুলে গেলে
করলে আমায় পর ।
কি সে মোহ মায়ায় ডুবে
পালালে যে দূরে,
খুঁজি আমি দিবা-নিশি
পথে-ঘাটে ঘুরে ।
ক'বে তোমার মনের কাশে
সুখের উদয় হবে হুঁশ,
থাকবো সুখে দু'জন মিলে
উড়িয়ে দুঃখের ফানুশ ।
শুক্রবার
১৫ আষাঢ় ১৪২৫, ২৯ জুন ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।