পিতা-মাতা
- ফয়েজ উল্লাহ রবি
তাঁর রাখেনা কোন খবর
নিজকে নিয়ে ব্যস্ত,
এই জীবন সবটা তাঁর কাছে
জমা আছে ন্যস্ত ।
সে না হলে নেই যে আমি
নেই আমার অস্তিত্ব,
তাঁরেই ভুলে আপন নীড়ে
দেখাই সব ভ্রাতৃত্ব ।
যাঁর পেটে দশ মাসো ধরে
রইলে তুমি বেঁচে,
মিছে মায়ায় দূরে তুমি
সে কি ভুলে গেছে ?
কোথাও তোমার কষ্ট হলে
জানে সবার আগে,
যে তুমি ঘুমে নিশ্চিন্তে
সে সারারাত জাগে ।
শুক্রবার
১৫ আষাঢ় ১৪২৫, ২৯ জুন ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।