ব র ষা !
- ফয়েজ উল্লাহ রবি

মেঘের কণা বৃষ্টি হয়ে
ঝড়ছে মাটিতে,
মাটির বুকে ফসল ফলে
জলের ছোঁয়াতে ।
জলের বেগে পাহাড় ভাঙ্গে
ঝর্ণা হয়ে চলে,
জল ছুটে ঐ সাগরেতে
মিলে দলে-দলে ।
ঝাঁক বেঁধে সব পাখিরা আজ
উড়ে আকাশ মাঝে,
রংধনুর ঐ সাত রঙ্গেতে
এই নীল আকাশ সাজে ।
ঝিরঝির বৃষ্টি ঝরে, আবার-
আষাঢ় এলো ফিরে,
হয়না বাহির বন্দি জীবন
বন্দি আপন নীড়ে ।
তবু আষাঢ় বৃষ্টি বীনে
লাগে না তো ভালো,
মনের কোণে স্মৃতি জমে
বর্ষায় ছড়ায় আলো ।

শুক্রবার
১৫ আষাঢ় ১৪২৫, ২৯ জুন ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।