মস্ত ভুল
- ফাইয়াজ ইসলাম ফাহিম
তোমার রূপে মোহ্যমান হয়েছিলাম মোহেনী
তুমি আমায় তার মূল্য দাওনি,
যতেক করেছি তোমায় আদর
ততই করেছো মম ভালবাসা কে কাতর।
.
তুমি হবে মোর জায়া করেছিলাম শোহরত
ষণ্ড মন তোমার মনের জহরত,
তোমাকে প্রণয়িনী ভেবে করেছি মস্ত ভুল
তাই আজ দিতে হচ্ছে সেই ভুলের মাসুল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।