গোঁফ রেখেছি শাহী
- ফাইয়াজ ইসলাম ফাহিম
গোঁফ রেখেছি শাহী
তাই নিয়ে নানান কান্ড,
গোঁফের পানি খাওয়া যায় না
তুমি তো মানতেছে হিন্দুর মানদণ্ড?
.
গোঁফ রেখেছি শাহী
হয়ে গেছি নাস্তিক,
ধর্মের যাঁতায় পৃষ্ট করে ফেলতেছে
কিছু নব্য আস্তিক।
.
গোঁফ রেখেছি শাহী
তাই হয়ে গেছি এলাকার লোকের কাছে নষ্ট ছেলে,
যে যেখানে পাচ্ছে মোরে
কথার চোটে খেতে চায় মোরে গিলে।
.
গোঁফ রেখেছি শাহী
করেছি যেন মহাপাপ,
গ্রাম্য মানুষদের চোখে
দেখি ধর্মের কালো ছাপ।
.
গোঁফ রেখেছি শাহী
হে ঈশ্বর মোরে বাঁচাও
আর কতবার বলব ত্রাহি ত্রাহি
তোমার ধর্মান্ধ মানুষ গুলো কেন আমার প্রতি এ্যাত্ত আগ্রাসী?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।