উল্টোপথ
- প্রবীর রায়
মানুষ এখন উল্টোপথে সমাজে বিষ ঢালে
বার্থডে পার্টির নামে বিজনেস মধুচক্র পালে
নামি শহর দামি হোটেল বুক ছিল সে রুম
ন্যাকেড সিডি মদ ফোয়ারা টাকা ওড়ার ধূম
যুবক-নারী মাতছে যৌনে 'মান দিয়েছে বিঁকে
দেহ ব্যাপার কর্ম তাদের লক্ষ্যের পথ ফিকে
হোটেল মালিক আর ম্যানেজার বুদ্ধিজীবী শামিল
গরীব ঘরের শিশু কন্যার বেকার সমাজ কাতিল
বহু নেতা হাতে আছে প্রশাসন আজ গোলাম
ধ্বংসের অস্ত্র উচ্চ সমাজ লক্ষ্য অর্থ-কাম
অর্ধনগ্নে চলছে নৃত্য নিত্য রাত্রে " বার "
পেটের জন্য উলঙ্গ আজ দোষ তবে আজ কার !
পুলিশ এসে গ্রেপতার করে স্পটে যারা ছিল
টাকার জোড়ে যারা ভক্ষক তাদের রেহাই দিল
বার মেয়েরা কালাকার বলে টান ছিল পিছ-পা
মিথ্যাভিনয় পাপে লিপ্ত জননীরে দেয় ঘাঁ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।