প্রতিক্ষা
- প্রবীর রায়

বাড়িতে আজ আলো ফোটেনি
চারিদিকে ঘনান্ধকার,একটা শোক
বিঁধেছে বুকে,যা শ্বাস আটকে দেয়
অনবরত ব্যথা জাগায়,সর্বাঙ্গে
অস্থিরতা-পাগল মনোভাব,শেকলে বাঁধলেও
তা যেন অনায়াসে চূর্ণ-বিচূর্ণ, ক্ষণিকের চেষ্টাই
সমস্ত বাড়ি চিৎকার করে বলছে,কখন
আমাকে প্রাণ দেবে,তোমার দুহাতের আদর
মাখা প্রেমানুভূতি যা আমার
চঞ্চল হিয়াকে স্তব্ধ করবে স্পর্শে,চন্দ্র-
সূর্য দ্বন্দ্বে লিপ্ত,কে অগ্রিমে
আসিবে আমার উঠোনে,আভা দিতে
আমি উত্তর দিতে অপারগ,শুধু চেয়ে দেখি।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।