চেষ্টা করছি বারবার
- প্রবীর রায়

লাখো চেষ্টা ছবিতে প্রাণ আনার,তবু
আসেনা ব্যর্থতা বারবার,তুলি ক্ষয়ে
শেষ,বহু কষ্টের জমানো রঙেরা কিছুতেই
মিশছেনা,অবশিষ্ট টুকুও শুকিয়ে কাঠ,
যা শিশিতে ছিল হঠাৎ একটা ঝর এসে উড়িয়ে
নিয়ে গেল,ধিক্কার নিজেকে নিজেই,তুচ্ছ মনে
হয় নিজেকে,হিসেব মেলাতেও সরজ্ঞাম অকেজো,
হার শব্দটা মনকে আরো উত্তেজিত করছে,বুক
মাঝে অনবরত সামুদ্রিক ঢেউয়ের তুফান ভেঙে
দিচ্ছে,দেহের প্রতিটি হাড়,মস্তিষ্কের সাইন্যাপসগুলো
বিদ্রোহ রত,সাদা পাতাটি ফ্যালফেলিয়ে দেখছে,আর
আমি পারবো-পারবো ভেবে আবার চেষ্টা করছি।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।