পতিতা বর্ষা
- প্রবীর রায়

বছর শেষে আবারো ফিরছে পতিতা বর্ষা,তার
তার পদধ্বনি ভাসছে বাতাসের গায়,আসমান
আগাম বার্তা পাঠিয়েছে ধরায়,নতুন করে নতুন
রূপে,যার প্রতিটি বিন্দুতে লেখা আছে উত্থান-
পতনের দৃশ্য,যুগযুগ সাক্ষী সম্পূর্ণ বর্ণনা দিতে,
এই প্রকৃতির সমস্ত প্রাণ তার গহ্বরে আক্রান্ত,তাছাড়া
যার মন্দগুণ থাকে তার ভালোগুণও থাকে,এখানেও
ঠিক তাই,বৃষ্টির জলে চারিদিকে থইথই,কোথাও বা
বাঢ়ের তাজা দৃশ্য,কাউকে বেঘর করেছে কারো সব
কেড়েছে,কেউবা নিখোঁজ হয়েছে,লাশের বিছানা সাজানো,আহারাদির পণ্য মূল্য আয়ত্তের বাইরে,সৎকাজ
করারো মানুষ নেই,কানে বাজে মহাযুদ্ধের কান্নার রব, বিপরীতে তপ্ত ও রুক্ষ মাটি গর্ভ প্রাণ ফিরে পেয়েছে,ময়ূর
নাচছে-কৃষিজমি সবুজে ভরেছে,ক্লান্ত জীবেরা হাসি
ফিরে পেয়েছে,নতুন জল বাঁচার আশা দিয়েছে কিন্তু সাথে অজানা ব্যাধিকেউ ডেকে এনেছে শান্তির শ্বাসে
বিষাক্ত হানা দিতে,আজ স্মৃতিগুলো ডায়েরি বদ্ধ হয়েছে
আবার একটি নতুন সকাল নতুন দিনের অপেক্ষায়।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।