ধর্মের বড়াই
- প্রবীর রায়

ধর্মে এখন চলছে খেলা ধর্মে চলছে রাজনীতি
ধর্মে সৃষ্টি টুকরোর পথে ধর্মেই বন্দী প্রসূতি
ধর্মে যুক্ত দাঙ্গা-যুদ্ধ ধর্ম দ্বারে মতভেদ
ধর্মে মানুষ ধ্বংসপথে ধর্মেই ক্ষিপ্ত মনের জেদ
ধর্ম-ধর্ম করেই বিনাশ রক্তের খেলা ভায়ে-ভায়ে
মন্দির-মসজিদ ভাঙছি মোরাই একতা ভঙ্গ মোদের ঘায়ে
আল্লা বলেনি লড়তে কভু ঈশবর বলেনি ঘৃণার কথা
ধর্ম শেখায় প্রেমের ভাষা ধর্মেই লেখা জয়' একতা
ধর্ষণ শোষণ যৌন পীড়ন ধর্মের ঘরে আঘাত হানে
মনের গঙ্গা ম্লান আজ লহূর খুধা সকল প্রাণে
শোভাযাত্রা রোজার নামাজ আজও যেন বিপদ ডাকে
অচ্ছুৎ আর অস্পৃশ্য জ্ঞানে সভ্য সমাজ দূষণে ঢাকে।।
ধর্মের দোহাই (এ)মনুষ্যত্ব- বিবেক জ্ঞান চেতনা ভুলেছি
অহংকারে গর্জে উঠেছি নিজ ধর্মের ধ্বজা তুলেছি।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।