গরীবই স্রষ্টা
- প্রবীর রায়
গরীবেরা অচ্ছুৎ-তারা নিচু জাতের,পথের
কুকুর সম,তাদের স্পর্শ পাপ-দেখলে দিন খারাপ,
সমাজের বোঝা-সৃষ্টির অভিশাপ,ধর্ষণে সব
আপোষ-ভেদাভেদ নিশ্চিহ্ন,দেহটা সে মুহূর্তে
সতী-পবিত্র,দুষ্কাম শেষ ফিরে পাই পুরনো পরিচয়,
রাজস্ব রীতিনীতি একঘরে-ঘৃণার দ্বিধায় আবদ্ধ,জীবন
মূল্যহীন,নারীদেহে স্বাদ খোঁজে ওরা-নিত্য নতুন দেহ
মুখরোচক রাখতে,এই নই যে তারা সম্পর্কে বশীভূত,
তবে কি গরীবের মেয়েরা জন্মে শুধু ওদের জন্যই ! তবে
চাইনা এই জীবন-ঘুণ ধরা রাজনীতি,যা গরীবকে মরতে
বাধ্য করে,বন্ধ হোক গরীবের বিয়ে-বন্ধ হোক সন্তান
প্রসব,বাঞ্ছা থাকুক মাতৃ গর্ভ,বাঁচুক ওরা একলা,কতদিন
বাঁচবে,গরীব ছাড়া ওদের জীবনটা বৃথা,কারণ গরীবেরাই
পৃথিবীকে নিজ হাতে গড়ে সন্তানের মতো,আবার তারাই
মরে,যার ফল বিনাশ ছাড়া কিছু নয়।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।