হারানো সুর তুলতে ব্যর্থ
- প্রবীর রায়

পোড়া বাঁশি সুর ভুলে গেছে-ওঠাতে ব্যর্থ,একসময়
যার শব্দে কৃষ্ণ সখা ময়ূর নাচিত পেখম মেলে,তার সুরেই
গগন থেকে বৃষ্টি ধারা ঝরিত পৃথিবীতে আর হিমালয় -
থেকে জলধারা গঙ্গার বুকে,তার সুরেই সূর্য উদিত হতো,
ভোরের পাখিরা ডাকিত প্রাণ ভরে,সাঁঝের তারারা গগন
বুকে মিটমিট করে জ্বলত, তার সুরেই হত ঈশ্বর বন্দনা,
নিবারণ হত মনের ক্ষুধা কারোবা বহুক্ষণের তৃষ্ণা, মানসিক রোগীরাও তার সুরেই ফিরে পেত সেই হারানো
জীবন,তার শব্দে আঁখি বুজলে ধীরেধীরে একেএকে ভাসতো পুরনো স্মৃতি,তার সুরেই উত্তেজিত মন শান্ত হত
দেহের প্রতিটি ক্ষত সেরে যেত,গাছের শাখা ফুল-ফলে ভরে যেত,প্রকৃতিও খেলতো আপন ছন্দে,ঋতু গুলো ফিরতো ঠিক মতো,তার সুরেই ভ্রূণ থাকতো মাতৃ গর্ভে
সতেজ,তার সুরেই বিভেদ গিয়েছিল মুছে,সর্ব জাতি-ধর্মের মানুষ এক হয়েছিল,আজ সব স্তব্ধ-হেরে গেছি আমি,ভুলে গেছি সুরের ভাষা,অনেক চেষ্টা তবুও সুর
আসছেনা কণ্ঠে,তবে কি আমি ব্যর্থ ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।