ক তো কা ল
- ফয়েজ উল্লাহ রবি

হয়না ভেজা বৃষ্টি জলে
মরুর বুকে থাকি,
তপ্ত রৌদ্রে ইচ্ছে গুলো
'বধ' করে যে রাখি।
আষাঢ়-শ্রাবণ যায় কেটে যায়
ডুবে থাকি ভুলে,
ভাদ্র-আশ্বিন কখন গেলো
মিছে বিনা ফুলে ।
ফাগুন আসে মনের ভাসে
আম-কাঁঠালের বেলা,
সেই কতোকাল হয়না যাওয়া
বৈশাখী ঐ মেলা !

১৮ আষাঢ় ১৪২৫, ০৩ জুলাই ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।