ভ্রান্তি স্বপ্ন
- প্রবীর রায়
ভ্রান্তি স্বপ্ন ঘুমের ঘোরে দিচ্ছে হাত ছানি
লক্ষ্য ছেড়ে রাজনীতি' দ্বার' পা বাড়ানোর ধ্বনি
দেশ বাঁচাতে সব বলিদান উৎসুক ভরা মন
ভোট' লড়ার স্বপ্ন ছায়া নতুন আকিঞ্চন
স্বপ্নে ভাঙলো ধৈর্য দিশা শিহরণ লোমকূপে
নাজেহাল প্রাণ বিরোধী চাপে দেশ যে অন্ধকূপে
ধর্মের নামে হয় দুর্নীতি জাতকে ঘিরে দাঙ্গা
ধর্ষিতা যে হয় মোহরা পার্টি রাখতে চাঙ্গা
রক্তের হোলি-ধর্মের বদল শিশুরাও ধায় মিছিলে
পাথর বৃষ্টি বিবাদ ঘিরে জ্ঞানী-মূর্খ একদলে
ভ্রষ্টাচারী নেতা' মাতে দেশকে টুকরো করতে
পাবলিক পাওনায় ঘোটালা রাজ নিজ রাজস্ব গড়তে
হঠাৎ নতুন দলের গঠন আশা মুখী দেশ বাসী
বিরোধী' কয় হারবে নিশ্চিত রোলিং দেবে ফাঁসি
ছটফটিয়ে ঘুম ভাঙিলো ঘাম ঝরা নিজ দেহ
ভাবি বসিয়া একি স্বপ্ন ? সাথ কি দেবে কেহ ?
খানিক পরে আবারো স্বপ্ন একই ভোটের লড়াই
বহু বিপদ পিঠে সয়ে জিতলাম-পেলাম ঠাঁই
বছর পেরোয় উন্নতি হয় স্বাধীন প্রভাত ওঠে
হঠাৎ দেখি দলের'নেতা লোভের ফাঁদে ছোটে
পেলোনা দেশ পূর্ণ স্বাধীন একই অরাজ' চলে
একজন ভালো-দুজন ভালো আর সব পায়ে দলে
অবশেষে হার মানিলাম যোগ্যতার এই মাঠে
চাইনা আমি এপথ লড়তে ঘোলা জলের ঘাটে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।