নিমন্ত্রণ
- শাওন সারথি

বৈশাখের এই তপ্ত হাওয়ায়
আমি ইচ্ছে করেই পুড়তে থাকি,
আমি ইচ্ছে করেই আরও বেশি ক্লান্ত হই।
প্রার্থনা করি অসুস্থ হবার।
আরেকবার জ্বর বাধাবো বলেই
শিলা বৃষ্টিতে ভিজার দুঃসাহস দেখাই অনায়াসে!
ঝরে পরা শিলা চিবাই
যেন টনসিলের ব্যাথাটা বাড়ে
আর রাত্রিতে শরীর কাঁপিয়ে জ্বর আসে!
প্রার্থনা করি আরেকবার অসুস্থ হবার।
আর কিছু না হউক
কেবল একবার দেখতে আসো।
অসুস্থ হলেও তো মানুষ মানুষকে দেখতে আসে??


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।