বাঁ চা ও !
- ফয়েজ উল্লাহ রবি

কেউ মারে আর কেউ যে মরে
রাষ্ট্র যখন নীরব,
মরে যারা মারবে তাঁরাই
রাষ্ট্র তখন সরব !
"মানবতার মা" বলে গো
ডাকছে তোমায় যারা,
মানুষ হত্যায় নৃত্য করে
মারছে মানুষ তারা !
মধ্য রাতে বাঁচাও বলে
চিৎকার করেন যিনি,
আমার দেশের আমজনতা
ভোট ও কর দেন তিনি !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।