নীল মেঘ
- আবরার আকিব ২৩-০৪-২০২৪

তুমি মিথ্যা স্বপ্নে হাসো
উড়ন্ত ফানুসের অপেক্ষা করো
নিজেকে গড়ে নিজেকে ভাঙো
আনমনে তবে কেন কাঁদো?
তুমি এমন করে কাঁদবেনা
আমার কষ্ট হয়না বুঝি?
তুমি কাঁদলে আকাশ কাঁদে
বৃষ্টি হয়ে ঝরে পড়ে।
এমন করে কান্না আর করবে না।
ভাল থেকো,
রংধনুর হাজারো রং গায়ে মাখিয়ে প্রজাপতি হয়ে উড়ো
জোনাকীর হাটে জোস্না বিলিয়ে দিও
আকাশের গায়ে নীল মেঘ হয়ে ভাসো।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।