প্রেম শব্দ মোছা হোক
- প্রবীর রায়

ধর্ম-জাতি ঘিরে বিভেদ,স্বাধীনতার মানহানি,
সম্পর্ক অচ্ছুৎ-অভিশপ্ত ফল,একপাতে-
একসাথে ভোজ তৃতীয় বিশ্বযুদ্ধের আহ্বান,
প্রতিটি দ্বন্দ্বে নারীদের মোহরা,আজও অসহায়
ঈশ্বর,এই ভেবে কে বড় ? তারা না আমরা ! কিন্তু
সবই যখন এক-জন্ম থেকে মৃত্যু পথ, সর্বাঙ্গে মিল-
তবে কেন এ প্রাচীর ? অদৃশ্যহীন,সবেতেই যখন বিভেদ
তখন বসার স্থান কেনই বা এক হল,মুচি-মেথর-ধনী-গরীব-হিন্দু-মুসলিম সকলেই একেএকে একই স্থানে বসছি অবশ্য একসাথে নয়,তখন তো কোন কিছুর বিচার
করছিনা,ঘৃনা-অহংকার ভুলে না ধুয়ে আরাম অনুভব করছি,তাহলে আর সবে কেন প্রতিক্রিয়া ? ক্ষোভ-ব্যঙ্গ-
বিদ্রূপ-ক্রান্তি-শেষে খুন,প্রেম শব্দটা তবে মোছা হোক !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।