মরণ ফাঁদ
- প্রবীর রায়

ট্রেন দূরন্তবাহী-বক্ষে মাল সাথে লক্ষ প্রানের
সফর,কর্মীর অসতর্কতা বা কর্মী অভাবে বিপদ,
শীত-গ্রীষ্ম-বর্ষা বারোমাস ঝুঁকি,অবশ্য যান্ত্রিক
প্রযুক্তিও দায়ী সুস্থ পরিবেশ ভগ্ন করতে,সিগনাল
বাতি-ট্রেন বিলম্ব-অক্ষমতা আজও অভিশাপ,প্রাণ
ভয় সর্বদা -ভাঙা রেলিং ব্রিজের,চালক সেই মুহূর্তে
যাত্রীদের হার্টবিট,অ্যাকসিডেন্টে খোঁজ বলির পাঁঠা,
নিরীহকে ফাঁসিয়ে কতৃপক্ষ বাঁচে,আসল সমস্যা গোপনে
চাপা পরে,নিহত-আহতদের প্রাণের বিনিময় টাকা,টিভি-
বেতার-পেপারে তাদেরই চর্চা,রাজদরবারে ক্ষোভের -
মহল,নেতারা শোকাহত,নিত্য বছরে লাখো প্রাণ বিসর্জন
নিরাপত্তাহীন ব্যবস্থা,সামান্য ত্রুটিতে রক্তের বন্যা-লাশের বিছানা-রাজস্বের ক্ষতি,সিস্টেম অচল-ট্রেনের
বৃদ্ধি,ভ্রুক্ষেপহীন জনগণ,পুরনো পদ্ধতির রিপেয়ারিং,
মিছিল-প্রতিবাদ-ভাষণ-প্রতিজ্ঞা আবার রোলিং।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।