ব্যর্থ সমাজ
- প্রবীর রায়
দেশে ভ্রষ্টাচারী ব্যবস্থা-হা ঘরে দিবস
কাটে,মাতৃক্রোড় শূন্য-মরদেহ যত্রতত্র,
আহার খোঁজে কঙ্কালগুলো,মাইলে-মাইলে
লাশের ঢের আর কবরের আর্তনা, ক্ষুধাতে
শরীর ক্লান্ত-অর্থ ও আজ ডুমুরেরফুল,কালো
সাদার বন্ধুত্ব,খুন-বোমাবাজি বেকারের দৌরাত্ম্য,
রক্তের মিছিল চারিদিকে,ঋণে জর্জরিত যুবা
সমাজ,ব্যধির আক্রমণ অনায়াসে,কূটকর্মে লিপ্ত
সুইসাইড ক্ষণেক্ষণে,মুদ্রার মূল্য হ্রাস-জনঘনত্বের
বৃদ্ধি,বাজেট ঘাটতি-পণ্য মূল্য বৃদ্ধি,কর্মসংস্থান
নিখোঁজ-শিক্ষা ভয়ঙ্কর,লক্ষ্যই আজ রাজনীতি,
বিনাশ্রমে জীবন যাপন-হুকুম-পরিবার ভবিষ্যৎ
গড়া,আজ সর্বাংশ গ্রাস করেছে পুঁজিবাদীরা।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।