আমি দোষী
- প্রবীর রায়

হ্যা,আমি দোষী,নিজেকে দোষী মানছি,
সমাজের ঘুণ বিনষ্ট করা যদি দোষ হয়-
তবে আমি দোষী,হ্যা আমি পাপী,কারণ
আমি সব মন্দদের নিজহাতে খুন করেছি
তাই আমি পাপী,সমাজের ভালো করতে,
যদি আমাকে দোষী বা পাপী বলো তা আমি
মাথা নত করে মেনে নিতে রাজি,সাজা দিলে
তাতেও রাজি,মুখবুজে মেনে নেব,কিন্তু তার
আগে সব বিচার দরকার নিখুঁতভাবে,নাছাড়া
এভাবে কত যে বিপ্লবী বিনা দোষে সাজাপ্রাপ্ত,
কত যে আমার মতো আমি এলো আবার চলে
গেল,সমাজ ব্যবস্থা একই রইলো,পরিবর্তন ঘিরে
প্রত্যাবর্তন,প্রকৃতি লাখো প্রাণকে হত্যা করছে
নিজের ইচ্ছেমত,তাহলে হিসেবে সেও দোষী
তাকে সাজা দেবার কেউ নেই কারণ প্রকৃতির
কোন দোষ নেই তাই,প্রকৃতিকে আমরা যেভাবে
চালায় সেভাবেই চালিত হয়,সাজা দিচ্ছিনা বললে
ভুল সাজাও দিচ্ছি নিজেদের অজান্তে-নিত্যক্ষণে,কিন্তু
যখন মানুষই মানুষকে মারছে তখন তারা সাজা পাচ্ছেনা,
সে দোষী তবু বুকফুলিয়ে একইভাবে চলছে পূর্বে যেমন
চলছিল,তবে আমাকে দোষী বলছো কেন ? আমার মত
কোটি বিপ্লবীকে থামানোর জন্য যতই চেষ্টা করো-পারবেনা,কারণ তারা মাতৃ গর্ভেই আন্দোলনের জ্ঞান
গ্রহণ করেছে আর পণ নিয়েছে যে তারা কখনো লড়তে
ভয় করবেনা,আজ আইন অন্ধ,বাহক ও ধারক সকলেই
এই রোগের বশে যেন সব মুখে কুলুপ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।