অবশেষে পতন
- প্রবীর রায়

সে দোষী নিজেকে রক্ষার জন্য বা সকলের
শীর্ষে ওঠার জন্য নাছাড়া প্রতিহিংসার শ্লেষে.....
সর্বদাই উন্মত্ত একটা খুনে অপরাধ ঢাকতে
আবার একটা খুন একইভাবে একটা-একটা
করতে কতগুলো জীবন প্রাণ হারালো সে
হাতে বিনা দোষে লুকানো-পালানোর ভয়
যেন তার নিত্যসঙ্গী স্বপ্নে-ঘুমে-চলার পথে
একটাই স্মৃতি পিছু নেয় রাত নামলে পাই
বাঁচার আশা ভোর হলেই ঘনায় কালো মেঘের
ছায়া পৃথিবীতে যত ধরনের মৃত্যু আছে একে-
একে সব ঠেকিয়ে ফেলে এক-একটা সেকেণ্ড
একেক বছর সম নিজেকে হারাতে-হারাতে শুভ
সময়ের সমাপ্তি প্রবেশ করে কালচক্রে রাহু-কেতু
সব নিমেষে বদলে গেলো গ্রহরাও চালে মার
দিলো অবশেষে ঘনাল পতন আত্মসমর্পণ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।