ভোরের বার্তা
- ফয়েজ উল্লাহ রবি

সকাল হলে সূর্য আসে রঙীন প্রভাত হাসে,
দিনের আলোয় শুদ্ধ মানুষ রাতকে ভালোবাসে!

রাত কেটে যায় দিন আসে,
সূর্যের আলোয় পাই না পাশে!

কোথায় থাকো কোন সে দূরে
মনটা আমার সদায় ফুঁড়ে!

রাতে ঘুম আসে না"ভোর করে ঘুমাই"
বলতে পারো-"ভোরকে আমিই নামাই"!

সময়ের ঘড়িটা শুকাতে দিয়েছি উঠোনের তারে,
যতো জঞ্জাল জরা-জীর্ণ নিয়েছি তোলে ঘাড়ে !


২০ আষাঢ় ১৪২৫, ০৫ জুলাই ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।