দম্ভের ইতি
- প্রবীর রায়

যখন ছিল আপন কাছে করিনি তার কদর
এখন যখন হারিয়ে গেছে খুঁজছি তাকে রাতভোর
সন্তানেরা মাকে কয় মা' মোদের কুটুম নেই
হাত বুলিয়ে শোধায় মাগো আছে সকলেই
আশায় ছিল আসবে স্বজন তারা ছাড়া কেহ নেই
মাস পেরোলো বছর গেলো আসিবে আজিকেই
সুখের সময় যেতাম সে ঘর বিপদ বেলাই দূরে
আঁধার ঘরে একলা কাঁদে ভেবে মনটা পুড়ে
যখন ছিল আপন কাছে রাখিনি তার খবর
এখন যখন চলে গেছে তার জন্য মন কাতর
তখন ছিল বুকের কাছে করিনিতো আদর
এখন যখন হারিয়ে গেছে কাকে দিই প্রেম চাদর
ভাবতাম শুধু ভালোই আছে ফোনের ব্যাপার এখন
ভুল করেছি বুঝতে তখন কাছের স্নেহের বাঁধন
বুঝছি আজকে হেলার জ্বালা ফেরার নেইতো উপায়
পাপ করেছি করে কাঁদছি ক্ষমা' ভিক্ষা আজ চাই
কাঁধে করে শ্মশান দ্বারে যাবার পথে স্মৃতি
বুক ফেটে যায় বলতে নারি দম্ভ ভেঙে ইতি।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।