বরষার জল
- প্রবীর রায়

বরষার জল
করে টলমল
কাঁদা মাখা পথ
প্রেমেরি শপথ
বৃষ্টিতে ভেজে মন
পাখি সাজে মাঠ-বন
ছম-ছম ছন্দেরো
মন ভালো মন্দেরো
সবুজে ভরে ধরা
ব্যাঙেরো গান করা
ডেকে আনে বারি
মাছ-শীল সাড়ি
আঁখি ছলছল
নদী কলকল
বায়ু শনশন
মাছি ভনভন
রোদ ঝলমল
কাটে পলপল
চাষি মুখে হাসি
পাখি বাজাই বাঁশি
কেউ ঘরে বন্দী
কারো মনে ফন্দি
মজার-ই প্রভাত
সুগন্ধি রাত।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।