আনুগত্য
- প্রবীর রায়
প্রতিটি ধাপে যুদ্ধের ধ্বনি
দানব স্থিত সন্মুখে
নিস্ফলা আজ ভূমির বৃত্ত
রক্তাক্ত জোয়ার জল
অর্ধ চাঁদ দোষীকে ছুপাই
গ্রহরাজ করে নৃত্য
আবেগ অপহরণ বশে
পরিত্যক্ত ফুল কাটা
জ্বলন্ত অঙ্গার স্বভাব
প্রতিশ্রুতি প্রতারণা
যুদ্ধের ঘোরা লাগাম ছাড়া
গণতন্ত্রে সততার দণ্ড
শোষণ চলে নিবৃত্ত
আঘাত অতল স্পর্শে
বিমূর্ত ছায়ার বিপ্লব
অম্ল স্বরে প্রাপ্য আনুগত্য।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।