বেশ্যার পরিচয়
- প্রবীর রায়

আমারে কেহ বোঝনা ভুল কি-ই বা আমার দোষ
সোসাইটি আজ অগ্নিদগ্ধ নারী জন্মে খুন-রোষ
পতিতা মেয়ে সড়কে ছিলো করলে তাকে অশুচি
নিয়ে গেলে টেনে বেশ্যালয়ে বিপদে তাকেই দূষি
শুনতে চাওনি কান্না তার কেঁদে বলছিলো সে কি ?
পেটের জন্য মজবুরি তার বললে চুপকর হে নেকি !
সেও মানুষ ধরার বুকে অধিকার তার সম
চাইনা আমি দেহ বেচুক দেবো পরিচয় মম
আজকে আমি বেশ্যা নিয়ে বাঁধছি সুখের ঘর
দিয়েছি তাকে সন্মান যাকে আপন করেছে পর
কেন নিজেকে পুরুষ বলো ? লজ্জা ঘিরে যাদু খেলো !
প্রহার ভুলে প্রেম বিলোলে ফিরবে ছন্দ আঁখি মেলো !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।