ভালো নেই কুমুরার ফুল..
- ধীমানপূরবী - ধীমানপূরবী ২০-০৫-২০২৪

ভালো নেই কুমুরার ফুল,,,,,
ভালো নেই ঘাস
ভালো নেই রোদ
ভালো নেই বন্দকি বুক
ভালো নেই জমি
ফসলের মাঠ
ভালো নেই পুকুর
ভালো নেই নদী, ভালো নেই খাল মাঝি
ভালো নেই নৌকা মনের দরিয়া
ভালো নেই আউষের ক্ষেত
ভালো নেই আমনের ধান,কৃষকের প্রাণ
ভালো নেই ভোর,ভালো নেই বাতাস মুগ্ধ হাসি
ভালো নেই কিশোরী মায়াবী
ভালো নেই জানালার পুরোনো ব্যালকোনি
ভালো নেই হারানো চিঠি, যুবকের প্রেম
ভালো নেই আগুন পুরে যাওয়া ভিটেমাটি ঘর
ভালো নেই বাংলার জল অনাহারি ক্ষুধা
ভালো নেই মানচিত্র ধুলার ঝড়
ভালো নেই আলুর ফসল,সরিষার ফুল
ভালো নেই কিষাণির চুল,হাতের কঙ্কন ছিঁড়ে যাওয়া ব্লাউস
ভালো নেই দুঃখ ব্যাথা জড়জড়
ভালো নেই ভালবাসা
ভালো নেই রাত্রি, সকাল
ভালো নেই গরু মহিষ
ভালো নেই শিশুর নড়ি কিশোরের বাঁশি
ভালো নেই ছেলেবেলা
ভালো নেই গ্রাম, ভালো নেই গাছপালা জোড়া জোড়া পাতা
ভালো নেই বাজারখাট মেলার প্রাঙ্গন
ভালো নেই বৈশাখি মেলা
ভালো নেই একুশে ফেব্রুয়ারী, ভালো নেই বই মেলা ভাষা
ভালো নেই রাজনীতি ভালো নেই গনন্ত্র
ভালো নেই মানুষ কষ্ট মুঠি মুঠি
ভালো নেই আগামী ভালো নেই ভবিষৎ
ভালো নেই কবিতা কবির প্রেম নষ্ট সব ছলোনা
ভালো নেই কিছুই,,,,,

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।