ভাত
- ধীমানপূরবী - ... ১০-০৫-২০২৪

ড্রেনের মশা মাছি, কীট,জীবাণু; প্রগতিশীল বৃক্ষ, উর্বর মাটি খাজনা দেওয়া মন;মেহনতি স্বরাজ,তালপাতার ঝুর..ঝুরে হাওয়, সুদের টাকার প্রেম;ভুলকা ভাতের মতো সকাল, নাড়ু মোড়া কাথার উষ্ণতা,নদীয়ালী ফসল;বালিয়াড়ি জ্যোৎস্না;থুর থুর কাঁপানো শীত পুরনো হাড় পেটের ক্ষুধা, পথশিশুর ভিক্ষা মানচিত্র খাওয়া দূর্ভিক্ষ, জয়নুল আবেদীনের চিত্রশিল্প, ও'রা এগারো জন চলচ্চিত্র, চৌদ্দ দফা;একুশ দফা,৬৯-র গনভূন্থান ভাষা আন্দোলন, শরণার্থি কেম্পের নাকাল দেহ অথবা মুক্তি যুদ্ধ তোমার কাছে এক থালা ভাত চাই..... বেশি নয় একটা ভাত হলেও আমি চেটেপুটে খাব;দেখাব আমার রক্তের চেয়ে ভাতের দাম কতো. ... ............................................................ ............ পাথর খেতে খেতে আমি পাথর মানব প্রসব করছি, মা.....আ আমি সত্যিকারের মানুষ প্রসব করতে চাই;আমি সত্যিকারের মা হতে চাই..... সুশীলকে দরখাস্ত দিয়েছি;ইয়াহিয়া বলেছেন('আমি বাংলার মানুষ চাইনা বাংলা মাটি চাই')........... ..................................................................... মা আমি ভাতের জন্য যুদ্ধ করেছি; তুমি আমাকে ভাত দাও আমি ভাত খাব,তুমি শ্যামল,হুদুম পেঁচার রাত,পোড়ামুখি চাঁদ নবাগ

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।