স্টিকার কাব্য-এক
- ফয়েজ উল্লাহ রবি

চলো উঠে দাঁড়াও সামনেই পথ,
হতাশায় থেমে যাওয়া জীবনের রথ !

চলো সখি দু'জন মিলে নৃত্য করি
ভালোবাসার তরে আশার প্রাসাদ গড়ি।

বাঁশির সুরে মন যে মজে খুশির ঝলক বুকের মাঝে
নিত্য সকাল দুপুর সাঁজে সুখের হাওয়ায় বাঁশি বাজে !

সকালে সূর্য উঠে সন্ধ্যায় যায় ডুবে
খুঁজলে আমায় সখি তুমি ফিরে পাবে !

২৩ আষাঢ় ১৪২৫, ০৭ জুলাই ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।