অ ন্ত রা ল !
- ফয়েজ উল্লাহ রবি

তোমার চোখে রেখে এই চোখ
স্বপ্ন দেখি খুব,
তোমার মাঝে মিলে-মিশে
ছড়াই প্রেমের ধূপ ।।
তোমার চোখে আকাশ দেখি
তোমার চোখে নদী,
ভাবনা তোমার আমার মতো
একই হতো যদি ।
সকাল তুমি ভাবো যখন
আমি ভাবি রাত,
যোজন-যোজন দূরে তুমি
তবু থাকো সাথ ।।
শাদা আমি ভাবি যাকে
তুমি বলো কালো,
অমানিশা রাত ঘোর আঁধার
বলো তুমি আলো ।
তোমার-আমার এই ব্যবধান
অতি সামান্য,
মিটবে কীসে দূরত্বটা
হবে অনন্য।

শনিবার
২৩ আষাঢ় ১৪২৫, ০৭ জুলাই ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।