ছাত্র আন্দোলন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কবিতা।।

আমার শহরে চলছে,
শকুনের সাথে মানুষের মারামারি।
হে মহা মানব তুমি আসো তাড়াতাড়ি।


আমি আর ফিরবো না ঘরে।
ফিরবোনা বাড়ি।


যুদ্ধের ডাক দাও।
সামনে পা বাড়াও।
আন্দোলন করে মরতে চায় যুবাদের দল।
তাদের স্বাগত জানাও।।



পুরনো সেই শকুন।
আবার আছড়ে পড়েছে আমাদের বুকে।


আবার ছাত্রসমাজ ফেঁপে উঠছে ঢেওয়ের মতো।
মুছে যাক অন্যায় আছে যতো।



তাদের মুখে, রক্তে উঠেছে স্লোগান।
এসেছে বুঝি জাগরণী বান।


আগ্নেয়গিরি হতে লাভা ছুটতে শুরু করেছে।
বের হয়ে এসেছে গলিত লোহা আর
আগুন।

কি করে আটকাবে তুমি?
এটা কেউ পারেনি।
তুমিও পারবে না। মূর্খ শাসক।
সেই আগেকার ডাইনোসর হয়েছে খতম।
এখন সভ্যতা এসেছে।
মানুষ আর বোকা নয়।।।

তোমার পুরনো নখ আর দাত ভাঙবে তারা।
সময় এসেছে।।।
এই সময় জাগরণের সময়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৭-০৭-২০১৮ ১৯:২৭ মিঃ

অসাধারণ। কবিতাটি পড়ে ভাল লেগেছে। কোটা আন্দোলন নিয়ে আমারও একটা কবিতা আছে। শীঘ্রই প্রকাশ করবো। এধরনের কবিতা আরও লেখা হৌক।