প্রে মে র শ ক্তি !
- ফয়েজ উল্লাহ রবি ২৫-০৪-২০২৪

কেনো এতো মান-অভিমান
ডুবে থাকো জিদে,
এক ছোঁয়াতে প্রেমের আগুন
বাড়ায় প্রেমের খিদে !


প্রেমের তরে জীবন দিলো
লাখো তরুণ প্রেমিক,
মজনু সেজে ঘুরে-ফিরে
খুঁজে জীবনের দিক ।


"প্রেমের শক্তি বিশাল বড়
মানে না তো হার"
জয় করে সেই বিশ্ব ভুবন
আনন্দে বার-বার।


লাইলি-মজনু, শিরি-ফরহাদ
ছেড়ে গেছে ভুবন,
তাদের প্রেমের চর্চা চলে
যুগে-যুগে জন-জন ।


ইতিহাসের সাক্ষী হয়ে
অনেক প্রেমিক জুটি,
বেঁচে আছে অমরত্বে
গেড়ে শক্ত খুঁটি ।


সোমবার
২৫ আষাঢ় ১৪২৫
০৯ জুলাই ২০১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।