তুমি কি প্রেম হবে?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কবিতা

তুমি কি আমার কবিতা হবে?

তুমি কি শব্দ হবে?
প্রেমের কবিতায় মধুর শব্দ।
জীবনের কবিতায় ছন্দময় শব্দ।



তুমি কি আমার স্বপ্ন হবে?
আমার ভালোবাসা মাখা স্বপ্ন।



তুমি কি আমার স্পর্শ হবে?
আমার প্রাণে অনুভূতি জাগানো স্পর্শ।




তুমি কি আমার দিন হবে?
তুমি কি আমার বিকাল হবে?
হবে কি মিষ্টি একটা প্রেমময় সকাল?


তুমি কি মেঘলা দিন হবে?
আমার সকালকে বৃষ্টি হয়ে ভেজাবে?




হবে কি কল্পনা?


তুমি কি প্রেম হবে?
কবিতার সাথে কবির প্রেম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১০-০৭-২০১৮ ১৫:২০ মিঃ

তুমি কি প্রেম হবে?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কবিতা
তুমি কি আমার কবিতা হবে?
তুমি কি শব্দ হবে?
প্রেমের কবিতায় মধুর শব্দ।
জীবনের কবিতায় ছন্দময় শব্দ।
তুমি কি আমার স্বপ্ন হবে?
আমার ভালোবাসা মাখা স্বপ্ন।
তুমি কি আমার স্পর্শ হবে?
আমার প্রাণে অনুভূতি জাগানো স্পর্শ।
তুমি কি আমার দিন হবে?
তুমি কি আমার বিকাল হবে?
হবে কি মিষ্টি একটা প্রেমময় সকাল?
তুমি কি মেঘলা দিন হবে?
আমার সকালকে বৃষ্টি হয়ে ভেজাবে?
হবে কি কল্পনা?
তুমি কি প্রেম হবে?
কবিতার সাথে কবির প্রেম।