হাওয়ার বদল
- প্রবীর রায়

কলির হল অঘাত মরণ
আলো নেভায় আঁধার বরণ
ভিক্ষুক ধনী ভেদহীন এখন
ছিল তফাৎ পূর্বের সেক্ষণ
জামানা আজ বদল মুখি
বিশ্বের মানুষ নেইতো দুখী
ভালো পোশাক হার মেনেছে
ফুটো-ছেড়া নাম টেনেছে
ছেলে হোক বা মেয়েরা হোক
ছেড়া বস্ত্রে নেইযে রোক
কদর আবার তার-ই বেশি
অপরাধ তাই ধরছে ঠেসি
ভিক্ষুক আজ হাসছে পথে
দেশে আকাল হার যে মর্ত্যে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।