চিত্তে রেখাপাত
- অরুণ কারফা

মনের মাঝে যে দাগ কেটেছ তুমি
দ্বিখণ্ডিত করেছে তা মনকে,
এক খণ্ড চায়
সবুর করে জানতে তোমায়,
আরেক খণ্ড
বরণ করতে ক্ষণিকে।

এই দোটানায় আমি বিহ্বল
এবং দিশেহারা হয়ে ভাবি
একেই বলে বুঝি প্রেমের খেলা,
আর এই সব ভেবে সারাক্ষণ
বয়ে যায় শুধুই নিত্য বেলা।

এখন শুধু তাই
মিনতি একটাই
আমার রয়েছে তোমার কাছে,
যে রেখার দ্বারা চিত্ত
করেছ দ্বিখণ্ডিত
মুছেই দিও না তারেও পাছে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।