কর্মক্ষেত্রে যৌন শিকার
- প্রবীর রায়

পরিবেশ পাল্টেছে-মনভাব পাল্টেছে-
বিকৃত মানসিকতা জন্মেছে
সড়ক-শিক্ষালয়-কর্মক্ষেত্র-নিজ বাসাতেও
যৌনের শিকার
শুধু নারী নয়- পুরুষও শিকার,উভয়ই শিকারি
মান হারানোর ভয়, দুর্বলতার সুযোগে.........
ধামাচাপা দিতে আপোষ-মুখ খুললেই হত্যা
চুপ থাকে -তাই দৈত্যি পিছু নেয়
অশ্রাব্য ভাষা-নোংরা ইশারা-আচরণ সর্বদা তাড়া করে
দেশে-বিদেশে-সমগ্র পৃথিবীতে
ধর্ষণে মাতোয়ারা গুরু-শিষ্যে
অশ্লীল কৌতুক-অযাচিত স্পর্শ-কুদৃষ্টি
কর্মক্ষেত্র কাজের স্থান-ছাড়লেই ফিরবেনা মান
সমঝোতা নয়-দোষী জাগবে,ব্ল্যাকমেলিং সচল রইবে
মালিক আটকাই বেতন-প্রমোশন
সেখানেই চলে গোপনে শোষণ
অন্যায়কে প্রশ্রয় নয়-লড়াই-প্রতিবাদ-আইনে জয়
জাগো সকল নারী-পুরুষ- ঘোঁচাও মনের কলুষ কাপুরুষ
বাঁচবে তবেই জীবন ধারা-হারবে পাপী-ধর্ষকেরা।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।