আপসোস
- প্রবীর রায়
মা,সমাজ আমায় ঘৃণা করে
আর ভুলই বা বোঝে কেন ?
মা পুরুষ আমায় কষ্ট দেয়
আর কাঁদাই বা কেন ?
মা বিধাতার দ্বারে অবিশ্বাসী আমি
আর দোষীই বা কেন ?
মা জীবনের কাছে হেরে যাচ্ছি আমি
আর একলা রাতে তোমায় খুঁজছিই বা কেন ?
মা এই সমাজ এত নিষ্ঠুর হল কেন ?
আর মানুষই বা স্বার্থ চেনে কেন ?
কেন ? কেন ? কেন ?
মা আজ আমি একলা-এই পৃথিবীই আমার সখা
মা ওরা সব কাড়িলো-জগতটাই যেন ফাঁকা !
মা তবে কি আমি অপরাধী-
আমার জন্ম নেওয়াই পাপ ?
মা ওদের মধ্যেই লুকিয়ে আছে-
আমার পিশাচ বাপ !
মা আমি রাস্তার বলে-
সকলে ছি ছি করে
ভদ্র সেজে পাষাণ ওরা-
নরক হেথায় গড়ে !
পরিচয় চাইলেই হত্যা করে-
দেয় উপাধি বেশ্যা !
ধ্বংসের কীট-অভিশপ্ত জীব-
টাকা দিয়ে ঢাকে কিসসা !
মা আমি বাঁচতে চাই-
দেখাতে,করিনি আমি ভুল !
কখনো দুর্গা কখনো কালি-
কখনো বা ধরি ত্রিশূল !
মা আমি আনিবো অধিকার-
সত্যতাই ভাঙিবো সমাজ ঘুণ
সততার জ্যোতি জ্বালিবো শৃঙ্গে-
করলে করুক আমায় খুন !
হে সমাজের পুরুষেরা খোলো বদ্ধ আঁখি !
প্রেমের চোখে মমতার ছোঁয়াই-
ঘুচিবে সব ফাঁকি
আমি মরিলে -সৃষ্টি -ধ্বংস-
বাঁচিবেনা পুরুষকুল
একে একে তাই ডাকি তোমাদের-
ফোটাতে প্রণয় ফুল
মারছো গর্ভে-ফেলছো ড্রেনে-
করছো শোষণ- ধর্ষণ
যন্ত্রণাই ধরছি মাটি কামড়ে-
যোনিতে রক্ত বর্ষণ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।