নারী
- প্রবীর রায়
আমি বায়ু-আগুন-সৃষ্টি
নির্মল মেঘের স্বচ্ছ বৃষ্টি
আমি ক্লান্ত রক্ত কণা
বিনাশ রক্ষক বিষাক্ত ফণা
আমি স্বর্গ-মর্ত্যের রানী
দানব নিহত শ্রবণে বাণী
আমি দিবা-রাত্রের কিরণ
বনের শোভা সোনার হিরণ
আমি স্বপ্ন-হৃদ স্পন্দন
আমার ঘিরে সৃষ্টির বন্ধন
আমি প্রেম- দুর্ভাগ্যের বলি
আমায় ঘিরে মেতেছে কলি
আমি গ্রাম-শহরে তুচ্ছ
রাতের শিশির সবুজ শস্য
আমি স্বাধীন দেশের পরাধীন নারী
অশুচিতা করে প্রাণে মারি
কবির কবিতা গায়কের গান
অধিকার চাইলে উত্থান-পতন
আমি জ্যোতি-সতী-সাবিত্রী
আমার কষ্টে কাঁদে ধরিত্রী
আমি বিদ্রোহ-অসভ্যের জ্ঞান
দুর্যোগ-প্রলয়ে তুচ্ছ মান
আমি ইতিহাস-কোমল-পাষাণ
জন্ম-মৃত্যু বিধির বিধান
আমাতে শেষ আমাতেই শুরু
মিছিলের হুঙ্কার আনিতে কুরু।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।