আপসোস ২
- প্রবীর রায়
মা সয়েছি অনেক
আর পারছিনা
আর নয়
লড়বো এবার
খুলবো লুকানো মুখোশ
একে একে টেনে আনবো
সেই হায়না গুলোকে
যারা আমাকে ছিড়ে খেয়েছে
এতটুকু দয়া করেনি
জীবনের ভয়ে ফেলেছে জঙ্গলে
রক্তে ভেসেছে পরণের বস্ত্র
গোপনাঙ্গে কতনা প্রহার
আর নয় জেগেছি এবার
এমনিতেও নষ্ট আমি
সমাজ চোখে
যখন করেছে নষ্ট
আমি তখনি মরেছি
তাই ওদের নিয়ে মরতে চাই
এও দেখেছি প্রতিবাদ কণ্ঠ উঠলেই
শেষ, সে নিখোঁজ
জানি তবু ভয় পাইনা
আমার ই মতো কত মেয়েকে
শিশু হোক বা বৃদ্ধ
দেহ ব্যবসায় লাগিয়েছে তারা
আর নয় হাতে মশাল
লড়বো, এসো নারী জাতি
বাঁচবো মোরা -বাঁচাবো ভ্রূণকে
দেহের প্রতিটি রক্ত বিন্দু দিয়ে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।