# ফ্রেমবন্দী
- প্রবীর রায়
সমগ্র ব্রহ্মাণ্ডে বহু মূল্যবান স্থাপত্য আছে-
যে গুলিতে আমাদের প্রবেশ নিষেধ
স্পর্শ করলেই সাজা,আবার
যদি স্বপ্নে যেতে চাই সেখানেও বাধা
তাদের প্রহরী রক্ষণাবেক্ষণে ব্যস্ত
অথচ এ সবই মানুষের সৃষ্টি
যার ফল মানব সভ্যতা
আমরাও মানুষ তারাও মানুষ
আমরা সকলেই একজনের সৃষ্টি
আমাদের যা আছে তাদেরও তা আছে
তবে আমাদের বেলাই কেন নিষেধাজ্ঞা ?
তাই আজ ঠিক করেছি গোপনে-একান্তে
সব চাওয়া গুলোকে ফ্রেমবন্দী করবো
ঠিক করলামও তাই, বাস্তব চরিত্র উঠে এসেছে
উভয়ের মধ্যে হুবহু মিল
তাই যারা গুমরে কাঁদে না পাবার জ্বালাই
আজ তারা মুক্ত,ফ্রেমবন্দী ছবিতে সেই তৃষ্ণা মেটাই
ব্যর্থতা আর দাগ কাটেনা
যখন যা ইচ্ছে হয় ছবিতে আবদ্ধ করি এক নিমেষে
ইতিহাস আর হাতছানি দেয় না,নিজেরাই গড়ি।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।