# ঘুম জগৎ
- প্রবীর রায়
আমি ঘুমের জগতে থাকতে চাই
সেখানেই একটা বাসা গড়তে চাই
কারণ সেথায় নেই কোনো ব্যর্থতা
দুঃখ-কষ্ট-ব্যথা-বেদনা
হিংসা-মারামারি-খুন
ভেদাভেদ-দূষণ কিছুই-কিছুই নেই
আছে শুধু প্রেম-ভালোবাসা, তাই
নিদ্রাকে আমি কখন যেন নিজের অজান্তে
ভালোবেসে ফেলেছি
পথ অতিক্রম করতে বহু বাধা পেয়েছি
তার সন্মুখীন ও হয়েছি,কিন্তু পেয়েছি ব্যর্থতা
চেষ্টা করতে-করতে যৌবন হারিয়ে বৃদ্ধ
কিন্তু সেখানে ব্যর্থ শব্দটাই নেই
একে একে সব স্বপ্ন পূরণ
কারোর ফরমায়েশ-সুপারিশ থাকেনা
আমিই সে জগতের শাসক-বাহক-ধারক
যারা এই পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে
তাদের কেউ ফিরে পাই সেখানে
এই জীবনে যা হারিয়েছি সব ফিরে পেলাম গুন্তি করে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।