# উত্তর খুঁজছি
- প্রবীর রায়
জীবনের কাছে হেরে গেছি আজ
কেন ?
একটাই প্রশ্ন সর্বদা তাড়া করে
মনে সংকোচ এনে দেয়
সবে তো শুরু আর তাতেই শেষ
উত্তর খুঁজছি সকলের ললাটে
কিন্তু পাচ্ছিনা,বহু গ্রন্থ ঘেটে দেখলাম
সেই উত্তর পেলামনা
আঁখি বুজলেই কল্পনায় ভাসে
একে একে উত্তর,
ধৈর্য হারিয়ে ফেলেছিলাম
হার-কথাটা শুনতে শুনতে
বুঝতে পারিনি প্রতিটি গ্রন্থেই
তার উত্তর আমাকে ডাকছিল।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।