#কলির অবস্থা
- প্রবীর রায়

কলিতে দ্রৌপদী অসহায়-অসুরক্ষিত
তাদের চেঁচামিচি-আর্তনাদ বাতাসে বাতাসে.......
নিজেদের একলা অনুভব করছে
সহস্র কৌরবদের মধ্যে
পাণ্ডবহীন ছত্রছায়া
সন্মুখে নব মহাভারত..........
একটিও কৃষ্ণ নেই
যারা আছে তারা রূপধারী কৃষ্ণ
তাই অপরাধ অসীম
মানুষ না থাকা নেই
মানুষও আছে, তারা সকলে ব্যধিগ্রস্ত
মান আর হুশ নিয়ে খেলা করে
আসল কৃষ্ণ, ব্রহ্মা সহিত হিসেব কষছে
আর কিছুদিন তারপর যমরাজকে আদেশ করবে
রূপধারী কৃষ্ণ আর রোগী মানুষদের
প্রাণ হনন করতে
আবার নতুন করে নতুন রূপে
ব্রহ্মাণ্ড সৃষ্টি করার জন্য।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।